মৃত ব্যক্তির সঙ্গে দেখা!ভোলার সঙ্গে তার এক মনোরোগ চিকিত্সক বন্ধুর দেখা— ভোলা: আরে গোপাল, তুই! আমি তো শুনেছিলাম তুই মরে গেছিস! গোপাল: হুম, কিন্তু এখন তো জীবিতই দেখলে, না কি? ভোলা: হতেই পারে না! যে ব্যক্তি আমাকে এই সংবাদ দিয়েছে; সে যে তোমার চেয়েও বিশ্বস্ত।
Advertisement
****
গ্লাসের উপরের দিকটা বন্ধসুজন আর তার এক বন্ধু গ্লাস কিনতে দোকানে গেছেন। দোকানে একটি উল্টো করে রাখা গ্লাস দেখে—সুজন: দেখ, এই গ্লাস তো নষ্ট!বন্ধু: কেন, তুই কী দেখে নষ্ট বললি?সুজন: আরে বোকা, দেখতে পাস না, গ্লাসটার উপরের দিকটা বন্ধ। পানি ভরবি কীভাবে, শুনি? বন্ধু: আরে তাই তো! শুধু উপরটাই বন্ধ নয়, দেখ, গ্লাসটার নিচের দিকটাও কেমন ভাঙা।
****
Advertisement
টেলিভিশন ছাড়া সব কিছু চুরিকাশিনাথ পুলিশের কাছে গিয়ে নালিশ করল— কাশিনাথ: স্যার, কাল রাতে টেলিভিশনটা ছাড়া আমার বাসার সব কিছু চুরি হয়ে গেছে। পুলিশ: তা চোর মহাশয় সব নিলো কিন্তু টেলিভিশনটা নিলো না কেন? কাশিনাথ: ওটা আর চুরি করবে কীভাবে বলেন, আমি তো তখন বসে বসে টেলিভিশনে অনুষ্ঠান দেখছিলাম!
এসইউ/এএসএম