জাতীয়

লাখ ছাড়ালো চট্টগ্রামে শনাক্তের সংখ্যা

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২০ জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ ৪৫ জনে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৪৬ জন।

Advertisement

শনিবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৫ জনের নমুনা পরীক্ষায় ১২০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়।

তিনি আরও জানান, একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে দুইজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে পাঁচজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুইজন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৪ জন, অ্যান্টিজেন টেস্টে একজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

Advertisement

এ সময়ে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৪৪ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ছয়জন ও চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৩৩ জন করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

মিজানুর রহমান/এসআর