দেশজুড়ে

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই আমরা পতাকা পেয়েছি

মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগেই আমরা লাল সবুজের পতাকা পেয়েছি বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। বুধবার দুপুরে বিজয় দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের ইতিহাসের অংশ। তাদের কারণেই আজ আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক। তিনি মুক্তিযোদ্ধাদের জন্য সরকারের গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনএসআই‘র যুগ্ম-পরিচালক মো. আজিজুল হক, সহকারী কমিশনার (ভূমি) ইমরুল কায়েস, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো। মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আলী আশরাফ, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মুনছুর আলী, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, মনছুর আহাম্মদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যে ভাবে দেশকে শত্রু মুক্ত করেছি, ঠিক একইভাবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত হয়ে স্বাধীনতা বিরোধী চক্রকে রুখে দিতে হবে। তারা বলেন, যুদ্ধাপরাধীরা স্বাধীন বাংলাদেশের জন্য কলংঙ্ক। এ কলংঙ্ককে মুছে ফেলতে না পারলে আগামী প্রজন্মকে এর খেসারত দিতে হবে। তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান।এর আগে মুক্তিযোদ্ধাদের জন্য ফ্রি চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান। চিকিৎসা শিবিরে  মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদল বিনামূল্যে চিকিৎসা ও বিভিন্ন কোম্পানির সৌজন্যে ওষুধ সরবরাহ করেন।এসকেডি/পিআর

Advertisement