আন্তর্জাতিক

আমার মেয়ের নাম জ্যোতি সিং : নির্ভয়ার মা

তিন বছর আগে দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার মেডিকেল শিক্ষার্থী নির্ভয়ার আসল নাম প্রকাশ করেছে তার মা। নির্ভয়ার মৃত্যুবার্ষিকীর এক অনুষ্ঠানে তিনি বলেন, আমার কন্যার নাম জ্যোতি সিং এবং তার নাম প্রকাশ করাতে আমি লজ্জিত নই। খবর এনডিটিভির।২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়েছিলেন জ্যোতি। এরপর ১৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় সিঙ্গাপুরে মারা যান তিনি। মেয়ের ধর্ষকদের বিচারের দাবিতে আদালতে মামলা দায়ের করেন আশা দেবি ও বাদরিনাথ দম্পতি। ছয় ধর্ষকের মধ্যে সবচেয়ে ছোট এক কিশোরের মুক্তির খবরে ক্ষোভ প্রকাশ করেছেন এই দম্পতি।নির্ভয়ার মা আশা দেবী দিল্লিতে এক অনুষ্ঠানে বলেন, আমার কন্যার নাম নেয়াতে আমি লজ্জিত নই। এ ধরনের নির্যাতনের শিকারদের নাম গোপন রাখা উচিত নয়। অপরাধীদের লজ্জিত হওয়া উচিত। আমি সবাইকে বলতে চাই আমার কন্যার নাম জ্যোতি সিং। আজ থেকে সবার উচিত তাকে জ্যোতি নামে চেনা। তার এই বক্তব্যের সময় অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজfর জনতা করতালি দেন।১৯ ডিসেম্বর এক ধর্ষককে আদালত থেকে ছেড়ে দেয়া হতে পারে এ বিষয়ে তিনি বলেন, আমার কন্যার তৃতীয় মৃত্যুবার্ষিকীর আগে অপরাধীদের ছেড়ে দেয়ার পরিকল্পনা করছে সরকার, এখানে ন্যায় বিচার কোথায়?এসআইএস/পিআর

Advertisement