জলাবদ্ধতাসহ নানা দুর্ভোগে দিন কাটাচ্ছেন ফরিদপুরের নগরকান্দা পৌরবাসী। এ পৌরসভার ৭নং ওয়ার্ডের কয়েকশ পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মধ্যে বসবাস করছেন। একদিকে দিনের পর দিন জলাবদ্ধতা, অন্যদিকে ময়লা পচে দুর্গন্ধ হওয়ায় এ ওয়ার্ডে বাস করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এসব সমস্যা নিরসনে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন ওয়ার্ডের বাসিন্দারা।
Advertisement
নগরকান্দা পৌরসভার ৭নং ওয়ার্ডের একাধিক বাসিন্দা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে তারা জলাবদ্ধতার কারণে বেশ সমস্যার মধ্যে রয়েছেন। বিশেষ করে বৃষ্টি আর বর্ষা মৌসুমে তাদের এলাকাটি সবসময় পানিতে ডুবে থাকে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় মূলত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেকের ঘরের মধ্যে পানি ঢুকে পড়েছে। রান্নাবান্নাসহ অন্যান্য গৃহস্থালি কাজ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে ওয়ার্ডবাসীকে। জরুরি কাজে কেউ বাইরে যেতে চাইলেও পারছেন না। জলাবদ্ধতার কারণে মসজিদে গিয়ে নামাজ পড়তেও সমস্যায় পড়ছেন।
দীর্ঘদিন ধরে পানিবন্দি থাকার কারণে অনেকেই ভুগছেন নানা পানিবাহিত রোগে। জলাবদ্ধতার কারণে পুকুর ও টিউবওয়েল ডুবে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, নগরকান্দা পৌরসভার ৭নং ওয়ার্ডের মধ্যে রয়েছে হাট-বাজার, স্কুল, ব্যাংক, পোস্ট অফিস, থানা ও উপজেলা পরিষদ এবং প্রশাসনের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ অফিস। পৌরসভার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭নং ওয়ার্ড এলাকার এমন দুর্দশা থেকে মুক্তি পেতে স্থানীয়রা বারবার পৌর কর্তৃপক্ষের দারস্থ হয়েছেন। তবে কোনো কাজ হয়নি। দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে নেওয়া হয়নি যথাযথ কোনো উদ্যোগ।
স্থানীয়দের অভিযোগ, এ ওয়ার্ডের আবাসিক এলাকার রাস্তাগুলোও রয়েছে বেহাল দশায়। পর্যাপ্ত সড়কবাতি না থাকায় রাতে এলাকাটি নিরাপত্তাহীন থাকছে। পানি নিষ্কাশনের জন্য এ এলাকায় নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা। একটু বৃষ্টি হলেই বাসা-বাড়িতে জমছে হাঁটু পানি। আবাসিক এলাকায় চলাচলের জন্য নির্মাণ করা হয়নি সড়ক। বর্তমানে এ এলাকায় বসবাস করা খুব কঠিন হয়ে পড়েছে।
Advertisement
এলাকার বাসিন্দা শিক্ষক এসএম মোক্তার হোসেন বলেন, পৌরসভার ট্যাক্স নিয়মিত দেওয়া হচ্ছে। কিন্তু এলাকায় রাস্তার উন্নয়ন নেই, ড্রেনেজ ব্যবস্থা নেই, সড়কবাতি নেই, শুধু নেই আর নেই। বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়ে আছে দীর্ঘদিন ধরে। আমাদের এ দুর্ভোগে পাশে দাঁড়ানোর যেনো কেউ নেই।
স্থানীয় বাসিন্দা মো. গোলাম কবির বলেন, বৃষ্টির পানি জমে প্রতিবছর এ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। কিন্তু এ সমস্যার স্থায়ী সমাধান করতে কোনো উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। গত বছর নগরকান্দা পৌরসভা নির্বাচনের সময়, সেচপাম্পের মাধ্যমে এ এলাকার পানি নিষ্কাশন করেছিলেন কয়েকজন মেয়র প্রার্থী। কিন্তু এবছর জলাবদ্ধতা নিরসনে কেউ এগিয়ে আসছেন না।
এ ব্যাপারে নগরকান্দা পৌরসভার প্যানেল মেয়র ও ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাকির হোসেন বলেন, পর্যাপ্ত ফান্ড না থাকায় জলাবদ্ধতা নিরসন করতে কোনো কিছু করা এ মুহূর্তে সম্ভব হচ্ছে না। তবে এ এলাকায় আটকে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। আশা করছি তা খুব শিগগিরই করতে পারবো।
নগরকান্দা পৌর মেয়র নিমাই সরকার দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
Advertisement
এন কে বি নয়ন/ইউএইচ/এমআরএম/এমকেএইচ