দেশজুড়ে

করোনা: ফরিদপুরে আরও ৮ জনের মৃত্যু

ফরিদপুরে করোনায় আক্রান্ত ও উপসর্গে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গে তিনজনের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার (৪ সেপ্টেম্বর) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, একই সময়ে ১৬৬ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪ দশমিক ৬৯ শতাংশ।

ডা. সাইফুর রহমান জানান, মৃতদের মধ্যে ফরিদপুরের পাঁচজন, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাগুরার একজন করে। করোনা শনাক্ত হয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে ফরিদপুরের তিনজন, রাজবাড়ী ও মাগুরার একজন করে রয়েছেন।

Advertisement

তিনি আরও জানান, বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে ৭৭ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে করোনা আক্রান্ত ৪৯ জন।

করোনায় মৃতরা হলে- ফরিদপুর সদর উপজেলার শেখ সারওয়ার (৬২), বোয়ালমারী উপজেলার নুর মোহাম্মদ (৬৫) ও সালথা উপজেলার সিদ্দিক শেখ (৭৫), রাজবাড়ীর কালুখালী উপজেলার পূর্ণিমা শেখ (৭০) এবং মাগুরার শ্রীপুর উপজেলার ইভা বেগম (২৪)।

ফরিদপুর সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান বলেন, জেলায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫০৯ জনের।

এন কে বি নয়ন/আরএইচ/এমকেএইচ

Advertisement