দেশজুড়ে

সাতক্ষীরা মেডিকেলে করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু

সাতক্ষীরায় মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

Advertisement

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া গ্রামের মঞ্জুর আলীর স্ত্রী সাহিদা খাতুন (৬০), একই উপজেলার ভদ্রখালী গ্রামের মৃত গৌরপদ অধিকারীর ছেলে গোবিন্দ অধিকারী (৬৫), কলারোয়া উপজেলার কুশডাঙ্গা গ্রামের মৃত হাজি শরিয়তউল্লাহরছেলে মতিয়ারা রহমান (৮৫), একই উপজেলার ঝিকরা গ্রামের মনোতষের স্ত্রী নমিতা বালা (৫৫), তালা উপজেলার খেশরা গ্রামের মৃত আবদুল জব্বারের স্ত্রী নুর জাহান (৬৫) ও যশোরের কেশবপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের আবদুল বারী মোল্যার ছেলে লুৎফর রহমান (৮৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত ৫ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর এর মধ্যে বিভিন্ন সময়ে তারা সামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন।

এখন পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৮ জন। আর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬৪৮ জনে।

Advertisement

আহসানুর রহমান রাজীব/ এফআরএম/এএসএম