ভারতের সেরা একাদশ বাছাই করলেন অসি কিংবদন্তী শেন ওয়ার্ন। নিজের দেড় দশকের ক্যারিয়ারে ১৪৫টি টেস্ট খেলেছেন যেসব দেশের বিপক্ষে, তাদের থেকে বাছাই তিনি বাছাই করছেন সেরা একাদশের। সেই একাদশ তিনি প্রকাশ করছেন ফেসবুকে। সে ধারাবাহিকতায় এবার ওয়ার্ন বাছাই করলেন ভারতের সেরা একাদশ। যে একাদশে তিনি অধিনায়ক হিসেবে রাখলেন সৌরভ গাঙ্গুলিকে। আর লিটল মাস্টার, ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ওয়ার্ন রেখেছেন ব্যাটিং লাইনআপে চার নম্বরে। আর ভিভিএস লক্ষ্মণকে কি না তিনি রেখেছেন দ্বাদশ ব্যাক্তি হিসেবে।শেন ওয়ার্নের টেস্ট কেরিয়ার ১৯৯১-৯২ থেকে ২০০৬-০৭। দেড় দশকের। উইকেট সংখ্যা সাতশোর উপর। শতাব্দীর সেরা ডেলিভারি যেটাকে বলা হয়, সেটাও তাঁর হাত দিয়েই বেরিয়েছে। সেই কিংবদন্তীর বাছাই করা সেরা একাদশ কেমন দেখতে, তা জানতে যেন হুমড়ি খেয়ে পড়ছে তাবৎ বিশ্বের ক্রিকেটপ্রেমী মানুষ। তিনিই ভারতীয় ক্রিকেটারদের ভেতর থেকে বাছাই করেছেন ‘শেন ওয়ার্নের সর্বকালের সেরা ভারতীয় টেস্ট একাদশ’। শেন ওয়ার্নের সেরা একাদশে নেই-নেই করে আটজন ভারতীয় দলের অধিনায়ক থাকলেও ওয়ার্ন তার সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দলের অধিনায়ক করেছেন সৌরভ গাঙ্গুলিকে। কেন তার ব্যাখ্যা অবশ্য দেননি। তবে পরিসংখ্যান বলছে, ওয়ার্নের জমানায় স্টিভ ওয়াহর অশ্বমেধের ঘোড়ায় পরিণত অস্ট্রেলিয়া টেস্ট দলকে আটকেছিল সৌরভের টিম ইন্ডিয়াই।ওয়ার্নের নির্বাচিত ভারতীয় টেস্ট দল (ব্যাটিং অর্ডার অনুযায়ী)— বিরেন্দর শেবাগ, নভোজিৎ সিং সিধু, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি (অধিনায়ক), আজহারউদ্দিন, কপিল দেব, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), অনিল কুম্বলে, হরভজন সিং, শ্রীনাথ। দ্বাদশ ব্যক্তি: ভিভিএস লক্ষ্মণ।ওয়ার্নের জমানায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লক্ষ্মণের অসাধারণ টেস্ট পারফরম্যান্স করা সত্ত্বেও তাকে মূল দলে না রাখাটা খানিকটা অবাক করা বিষয়। ওয়ার্ন নিজেও সম্ভবত দ্বিধায় ছিলেন। কারণ, লক্ষ্মণকে দ্বাদশ ব্যক্তি বেছে সঙ্গে একটা ‘পুনশ্চ’ রেখেছেন তিনি। যেখানে বলেছেন, এই দলে লক্ষ্মণ এবং আজহারের মধ্যে ব্যাটিং অর্ডারে পাঁচ নম্বর জায়গা অদলবদল যোগ্য।আইএইচএস/পিআর
Advertisement