জাতীয়

ভারতে পাচার করে নারীদের যৌনতায় বাধ্য করতেন তারা

পার্শ্ববর্তী দেশে বিভিন্ন মার্কেট, সুপারশপ ও বিউটি পার্লারে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে নারীদের পাচার করতো একটি চক্র। পাচারের পর তরুণীদের ভয়ভীতি দেখিয়ে যৌনতায় বাধ্য করতো।

Advertisement

রাজধানীর রূপনগর এলাকা থেকে একজন ভিক্টিম তরুণী উদ্ধারসহ মানবপাচারকারী এমন চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।

গ্রেফতাররা হলেন- মোছা. রাশেদা বেগম (৫৩) ও মোছা. মাহমুদা আক্তার মিম (২৪)।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি বলেন, গত বুধবার (১ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর রূপনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে একজন ভিকটিম উদ্ধারসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রূপনগর থানায় নিয়মিত মামলা করে আসামিদের থানায় হস্তান্তর করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন তারা বিভিন্ন প্রতারণামূলক ফাঁদে ফেলে এবং প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশে নারী ও তরুণীদের পাচার করতেন। তারা পার্শ্ববর্তী দেশে বিভিন্ন মার্কেট, সুপারশপ, বিউটি পার্লারে বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করতেন। তাদের মূল টার্গেট ছিল দরিদ্র ও নিম্নমধ্যবিত্ত পরিবারের তরুণীরা। দেশে ১০-১৫ জন এই চক্রের সঙ্গে জড়িত।

জিজ্ঞাসাবাদে র‌্যাব-৪ আরও জানতে পারে, তরুণীদের দেশের বাইরে সহজে অর্থ উপার্জনের জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো। পাচারের পর তরুণীদের নগদ অর্থের বিনিময়ে বিভিন্ন লোকজনের সঙ্গে ভয়ভীতি দেখিয়ে যৌনতায় লিপ্ত করানো হতো।

বাধ্যতামূলকভাবে যৌনতায় নিয়োজিত করার উদ্দেশ্যেই ভিকটিমদের পাচার করা হতো। চক্রটি রাজধানী ঢাকার এবং বিভিন্ন জেলার বেশ কয়েকটি এলাকায় সক্রিয় রয়েছে।

Advertisement

টিটি/এমএইচআর/এএসএম