মহামারি করোনাভাইরাস আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৭০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ ৩৪ ও নারী ৩৬ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৩২ জন। তাদের মধ্যে পুরুষ ১৭ হাজার ১১৮ জন ও নারী নয় হাজার ৩১৪ জন।
Advertisement
দেশের ৮ বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ৭০ জনের মধ্যে জেলাওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে, ঢাকা বিভাগে করোনায় মৃত ২৪ জনের মধ্যে ঢাকার ১৭ জন, ফরিদপুরে একজন, গাজীপুরে দুইজন, কিশোরগঞ্জে দুইজন, নরসিংদীতে একজন, শরীয়তপুরে একজনের মৃত্যু হয়।
চট্টগ্রাম বিভাগে মোট মৃত ১৫ জনের মধ্যে চট্টগ্রামে দুইজন, খাগড়াছড়িতে দুইজন, ফেনীতে তিনজন, চাঁদপুরে চারজন, কুমিল্লায় দুইজন এবং ব্রাহ্মণবাড়িয়াতে দুইজনের মৃত্যু হয়।
রাজশাহী বিভাগে করোনায় মৃত চারজনের সবাই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। রংপুর বিভাগে মৃত তিনজনের মধ্যে পঞ্চগড়ে দুইজন এবং ঠাকুরগাঁয়ে একজনের মৃত্যু হয়।
Advertisement
খুলনা বিভাগে করোনায় মৃত ১২ জনের মধ্যে বাগেরহাটের দুইজন, যশোরে তিনজন, ঝিনাইদহ দুইজন, খুলনায় দুইজন, কুষ্টিয়া দুইজন এবং মাগুরায় একজনের মৃত্যু হয়।
বরিশাল বিভাগে মৃত চারজনের মধ্যে বরিশালের একজন এবং বরগুনাতে তিনজনের মৃত্যু হয়। আর সিলেট বিভাগে মোট মৃত আটজনের মধ্যে সিলেটে চারজন, সুনামগঞ্জে দুইজন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে একজনের মৃত্যু হয়।
এমইউ/এএএইচ/এএসএম
Advertisement