ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে আবু সায়াফ জঙ্গিদের ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন সেনা সদস্য সহ অন্তত ১৫ জঙ্গি নিহত হয়েছে। খবর এপির।সেনাবাহিনীর মুখপাত্র ফিলমন তান বলেন, বাসিলান দ্বীপের কাছে আবু সায়াফের একটি ঘাঁটি লক্ষ্য করে চলতি সপ্তাহের শুরুর দিকে সেনাবাহিনীর সদস্যরা অভিযান শুরু করে। তবে মঙ্গলবার থেকে জঙ্গিদের সঙ্গে ব্যাপকমাত্রায় গোলাগুলি শুরু হয়, বুধবার পর্যন্ত তা অব্যাহত আছে। তিনি বলেন, গোলাগুলিতে তিন সেনা ও ১৫ জঙ্গি নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় ১৩ সেনা ও সাত জঙ্গি আহত হয়েছে। ফিলমন আরো বলেন, পার্বত্য এলাকায় জঙ্গিদের ওই ঘাঁটিতে হতাহতের এ ঘটনায় এখন পর্যন্ত কারো লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। অপহরণ, শিরশ্ছেদ বোমা হামলার কারণে ফিলিপাইন এবং যুক্তরাষ্ট্র জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী এই গোষ্ঠীটিকে কালো তালিকাভূক্ত করেছে। এসআইএস/পিআর
Advertisement