দেশজুড়ে

স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে সিলেটে সাইকেল র‌্যালি

মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে সিলেটে বাইসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে বিজয় দিবসে বুধবার দুপুরে সিলেট রেজিস্ট্রি মাঠ থেকে বর্ণাঢ্য এ সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়।মহান মুক্তিযুদ্ধের ৪৪ বছর পর আজও সিলেটে নির্মিত হয়নি স্মৃতিসৌধ। সিলেটে বর্তমান কারাগারটি বাদাঘাটে স্থানান্তরিত করা হচ্ছে। স্থানান্তরিত কারাগারের ফাঁকা জায়গায় শিশু কিশোর মেলা মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ এবং শিশুদের বিকাশ উপযোগী পার্ক নির্মাণের দাবি সাইকেল র‌্যালি থেকে তোলা হয়।সাইকেল র‌্যালি উদ্বোধন করেন সিলেটের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন্দ্র সংগীত শিল্পী অনিমেষ বিজয় চৌধুরী রাজু। আরো উপস্থিত ছিলেন শিশু কিশোর মেলার উপদেষ্টা বাসদ (মার্কসবাদী) সিলেট জেলা শাখার সদস্য অ্যাড. হুমায়ূন রশীদ সোয়েব, ডা. ফাতেমা ইয়াছমিন ইমা প্রমুখ।স্মৃতিসৌধ নির্মাণের দাবি সম্বলিত ফেস্টুন, টি-শার্ট পড়ে বর্ণাঢ্য র‌্যালি রেজিস্ট্রি মাঠ হতে শুরু হয়ে বন্দর, চৌহাট্টা, আম্বরখানা, কাজীটুলা, জেলরোড হয়ে পুনরায় রেজিস্ট্রি মাঠে এসে মিলিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ব্যারিস্টার আরশ আলী।প্রসঙ্গত, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস থেকে সিলেটে স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ধারাবাহিক আন্দোলন পরিচালনা করছে শিশু কিশোর মেলা। সেই দাবিতে আমরা ইতিমধ্যেই প্রায় তিনশ` স্কুলছাত্রের উপস্থিতিতে স্মৃতিসৌধের মডেল নির্মাণ প্রতিযোগিতা, প্রায় দশ হাজার স্বাক্ষর সংগ্রহ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ, বিভিন্ন স্থানে মানববন্ধন করাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।ছামির মাহমুদ/এআরএ/পিআর

Advertisement