অপরিশোধিত তেল পাচারের অভিযোগে নাইজেরিয়ায় আটক চার বাংলাদেশিকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। বুধবার দেশটির দৈনিক নাইজেরিয়া পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দণ্ডপ্রাপ্ত ওই চার বাংলাদেশি হলেন, জহিরুল ইসলাম, শাহিনুল ইসলাম, ইসলাম রফিকুল, ও শিবলি নোমান। এর আগে গত মার্চে নাইজেরিয়ার লাগোস লেগুন এলাকার একটি জাহাজে ৩ হাজার ৪২৩ টন অপরিশোধিত তেল অবৈধভাবে পাচারের সময় নয়জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে পাঁচজন ফিলিপাইন ও চারজন বাংলাদেশের নাগরিক। সরকারি আইনজীবী ইব্রাহীম বুবা বলেন, প্রত্যেকের বিরুদ্ধে চারটি করে অভিযোগ আনা হয়েছে। প্রত্যেকটি অভিযোগের শাস্তি পাঁচ বছর করে কারাদণ্ড হলেও তা একই সময়ে হওয়ায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।তিনি বলেন, দণ্ডপ্রাপ্তরা নাইজেরিয়ান দুই কোটি অর্থ দিয়ে দণ্ড থেকে মুক্তি পেতে পারে। এসআইএস/পিআর
Advertisement