করোনার সময় হওয়ায় বিরতি না দিয়ে আজ শুক্রবারও (৩ সেপ্টেম্বর) সংসদের বৈঠক শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
Advertisement
চলমান একাদশ জাতীয় সংসদের ১৪তম এই অধিবেশন ১ সেপ্টেম্বর বুধবার শুরু হয়েছিল। সেদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়। ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেন।
এবারের অধিবেশনটি মাত্র চার কার্যদিবস চলার কথা ছিল। কিন্তু এই সিদ্ধান্ত পরিবর্তন করে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল (শনিবার) অধিবেশন চলার পর মুলতবি করা হবে।
এটি চলতি বছরের চতুর্থ অধিবেশন। গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের ১৩তম অধিবেশন, যা ছিল বাজেট অধিবেশন। করোনার প্রাদুর্ভাবের মধ্যে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে স্বাস্থ্যবিধি মেনে গত কয়েকটি অধিবেশন বসেছে। জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
Advertisement
এইচএস/এমএইচআর/এএসএম