দেশজুড়ে

করোনা: খুলনা বিভাগে আরও ১২ জনের মৃত্যু

খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৮৮ জনের।

Advertisement

এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) খুলনা বিভাগে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদিন করোনা শনাক্ত হয়েছিল ১৯৩ জনের।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জসিম উদ্দিন হাওলাদার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ চারজন করে মৃত্যু হয়েছে খুলনা ও যশোরে। এ ছাড়া কুষ্টিয়ায় তিনজন ও বাগেরহাটে একজন মারা গেছেন।

Advertisement

নতুন শনাক্তদের মধ্যে খুলনায় সর্বোচ্চ ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ২২ জন, সাতক্ষীরায় আটজন, যশোরে ৩০ জন, নড়াইলে আটজন, মাগুরায় ১৪ জন, ঝিনাইদহে ২৩জন, কুষ্টিয়ায় ২৮ জন, চুয়াডাঙ্গায় আটজন ও মেহেরপুরে সাতজনের করোনা শনাক্ত হয়েছে।

খুলনা বিভাগে এ পর্যন্ত এক লাখ ৯ হাজার ৫০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন তিন হাজার ২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৯ হাজার ২৬৫ জন।

আলমগীর হান্নান/আরএইচ/এএসএম

Advertisement