জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপৎসীমার ৬৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
Advertisement
পানি উন্নয়ন বোর্ডের গেইজ পাঠক (পানি পরিমাপক) আব্দুল মান্নান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
খোঁজ নিয়ে জানা যায়, পানি বাড়ার ফলে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ীর ও বকশীগঞ্জের বেশকিছু ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছেন ৩০-৩৫ হাজার মানুষ। কিছু কিছু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর-বাড়ি ফেলে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, কাঁচা-পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
জেলা কৃষি উপ-পরিচালক নিতাই চন্দ্র বণিক জানান, পানি বাড়ায় ১০ হাজার ২০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। যদি পানি আরও কিছুদিন বাড়ে তবে ক্ষতির পরিমাণও বাড়বে। পানি নেমে যাওয়ার পর মূল ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।
Advertisement
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জানান, গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি চার সেন্টিমিটার বেড়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী আরও দুই-একদিন পানি বাড়ার আশঙ্কা রয়েছে।
এফআরএম/জেআইএম