আন্তর্জাতিক

সরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা

জাপানের প্রধানমন্ত্রী ইউশিহিদে সুগা তার মেয়াদ শেষ হওয়ার আগে পদ থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেন। দলের পক্ষ থেকে তিনি আর পুনরায় নির্বাচনে অংশ নিচ্ছেন না। খবর বিবিসির।

Advertisement

এক বছর আগে স্বাস্থ্যগত কারণে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের পদত্যাগের পর প্রধানমন্ত্রী হন ৭১ বছর বয়সী ইউশিহিদে সুগা।

আকস্মিক এ ঘোষণা এলো যখন শোনা যাচ্ছে সুগা দেশ পরিচালনার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিতে পারেননি।

করোনা ঠেকাতে জাপানে এখনও জরুরি অবস্থা জারি রয়েছে। দেশটিতে ১ কোটি ৫০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হলেও এখনও ধীর গতিতে চলছে টিকাদান কার্যক্রম। করোনার কারণে জাপানে অর্থনৈতিক সংকটও তৈরি হয়েছে। এছাড়া করোনার মধ্যে অলিম্পিকের আয়োজন করে জনগণের তোপের মুখে পড়েন সুগা।

Advertisement

দলের নির্বাহী পরিষদের মিটিংয়ে ইউশিহিদে সুগা বলেন, তার সর্বোচ্চ চেষ্টা ছিল করোনা মহামারি ঠেকানো এবং দলের পক্ষে আর নির্বাচনে লড়বেন না। লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব পরে এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, দলের সভাপতি নির্বাচনের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর সময়সীমা নির্ধারণ করেছে এলডিপি।

এসএনআর/জেআইএম

Advertisement