খেলাধুলা

এবার ভারতকে ১৯১ রানেই গুটিয়ে দিলো ইংল্যান্ড

আগের টেস্টে ৭৮ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরেছিল ভারত। এবার ওভালে সিরিজের চতুর্থ টেস্টে তাদের প্রথম ইনিংসে ১৯১ রানেই গুটিয়ে দিলো স্বাগতিক ইংল্যান্ড।

Advertisement

তবু কপাল ভালো বলতে হবে ভারতের। লোয়ার অর্ডারের শার্দুল ঠাকুর হাফসেঞ্চুরি না করলে পরিণতি আরও খারাপ হতে পারতো। অধিনায়ক বিরাট কোহলির ফিফটির পর সাত নম্বরে নামা শার্দুল করেছেন ৫৭ রান। তাতেই দুইশর কাছাকাছি পৌঁছতে পেরেছে সফরকারিরা।

অথচ একটা সময় মোটামুটি খারাপ ছিল না ভারতের অবস্থা। ৪ উইকেটে তুলেছিল ১০৫ রান। কিন্তু ৫০ রান করে কোহলি ফিরতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সফরকারিদের ইনিংস। ১২৭ রানে হারায় ৭ উইকেট।

সেখান থেকে শার্দুল ঠাকুরের লড়াই। ঝড়ো এক ইনিংস খেলে দলকে বড় লজ্জা থেকে বাঁচিয়েছেন এই লোয়ার অর্ডার। ৩৬ বলে ৭ চার আর ৩ ছক্কায় ৫৭ রান করেন তিনি। ৬১.৩ ওভারে অলআউট হয় ভারত।

Advertisement

ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল ক্রিস ওকস। ৫৫ রান খরচায় নেন ৪টি উইকেট। ৩ উইকেট শিকার ওলি রবিনসনের।

এমএমআর/জিকেএস