জাতীয়

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো দক্ষিণ সিটি কর্পোরেশন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা দিলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।বুধবার মহান বিজয় দিবসের সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসি মেয়র মো. সাঈদ খোকন ও উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা মেয়রদ্বয়ের কাছে মুক্তিযোদ্ধাদের নামে সড়ক এবং হোল্ডিং ট্যাক্স মওকুফের আহ্বান জানান।এ সময় মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে আনিসুল হক বলেন, আমাদের প্রতি আপনাদের যে ঋণ রয়েছে, আমাদের চামড়া কেটে দিলেও সেই ঋণ পরিশোধের পরিপূর্ণতা আসবে না। আপনারা যা চেয়েছেন, খুব বেশি চাওয়া নয়। আমরা আন্তরিকভাবে চেষ্টা করবো আপনাদের সব চাওয়া পূরণ করতে।সাঈদ খোকন বলেন, ‘আপনারা জীবন দিয়ে আমাদের যে স্বাধীনতা এনে দিয়েছেন আমাদের সমস্ত কিছু দিলেও এই ঋণ শোধ করা যাবে। আমরা হাত তুলে দোয়া করি আপনারা দীর্ঘজীবী হন। আপনারা যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছেন আসা করি তা পূরন হবে।’এর আগে বুধবার সকাল ১১টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় মুক্তিযোদ্ধাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনার অনুষ্ঠান। ৭১’র নিহত মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নিরবতাও পালন করা হয়।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল ঢাকার ইউনিট কমান্ডার আমির হোসেন মোল্লা, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ও মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল। বক্তব্যের পর মুক্তিযোদ্ধাদের সম্মানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এআর/এআরএস/এমএস

Advertisement