অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে গ্রিসের রাজধানী এথেন্স। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে একটি ভবনে হঠাৎ আগুন লাগে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন আনে।
Advertisement
সরেজমিনে দেখা গেছে, ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় ওই ভবন থেকে হঠাৎ আগুনের ধোঁয়া বের হতে থাকে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ভবনের ১ম তলায় একটি বীমা কোম্পানির অফিস থেকে আগুন লাগে। অফিসের ভেতরে থাকা একটি এয়ার কন্ডিশনার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি দল ঘটনাস্থলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ভবনের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ার আগে তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তবে কোম্পানির অফিসগুলোতে আগুনে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে।
আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ায় ওমোনিয়া শহরেও আতঙ্কের সৃষ্টি হয়। এছাড়া ওই ভবনের অন্যান্য অফিসেও কর্মরত কর্মী ও শিশু এবং নারীসহ বেশ কয়েকজন আটকা পড়েছিলেন। পরে তাদেরকে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার করে। আগুন লাগার কারণগুলো ফায়ার বিভাগ তদন্ত করছে।
Advertisement
এমআরএম/জেআইএম