খেলাধুলা

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

টেস্ট সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। বাকি ছিল হোয়াইটওয়াশ। চট্টগ্রামে সেই স্বাদও পূর্ণ হয়েছে স্বাগতিকদের। তৃতীয় ও শেষ টেস্টে সফরকারীদের ১৮৬ রানে হারিয়েছে মুশফিক বাহিনী। সঙ্গে দেশের মাটিতে প্রথমবারের মতো কোনো দলকে হোয়াইটওয়াশের রেকর্ড গড়েছে লাল-সবুজ শিবির।জয়ের জন্য জিম্বাবুয়েকে ৪৪৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। আপ্রাণ চেষ্টা করলেও স্বাগতিকদের বোলিং তোপে শেষ অবধি লক্ষ্য টপকাতে পারেনি তারা। দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৮৯ রান করছেন চাকাভা। এ ছাড়া ৬৫ রান করছেন সিকান্দার রাজা।অবশ্য দারুণ খেলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়ার আগে ৫০৩ রান তুলেছিল তারা। সেঞ্চুরি হাঁকিয়েছন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। আর দ্বিতীয় ইনিংসে মুমিনুল হকের অপরাজিত সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩১৯ তুলে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। দারুণ খেলার পুরস্কার পেয়েছ বাংলাদেশ। অতিথিদের বিপক্ষে ৩ টেস্টের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে তারা। এর আগে ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ।

Advertisement