কলম্বোয় সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা। ওপেনার আভিষ্কা ফার্নান্ডোর সেঞ্চুরিতে ৯ উইকেটে কাটা কাটায় ৩০০ রান তুলেছে স্বাগতিকরা।
Advertisement
টস জিতে ব্যাট করতে নামা লঙ্কানদের শুরুটা খারাপ ছিল না। উদ্বোধনী জুটিতে ৫৭ রান তুলে দেন আভিষ্কা আর মিনোদ ভানুকা। তবে টানা দুই ওভারে দুই ভানুকাকে হারিয়ে ধাক্কা খায় স্বাগতিকরা। মিনোদ ভানুকা ২৭ আর ভানুকা রাজাপাকসে ফেরেন শূন্য রানে।
তবে ওপেনিংয়ে নামা আভিষ্কা দলকে এগিয়ে নিয়েছেন দারুণভাবে। তৃতীয় উইকেটে ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৭৯, চতুর্থ উইকেটে চারিথ আসালাঙ্কার সঙ্গে ৯৭ রানের জুটিতে শ্রীলঙ্কাকে ২৩৪ পর্যন্ত নিয়ে যান আভিষ্কা।
ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে তবেই সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। ১১৫ বলে ১০ বাউন্ডারি আর ২ ছক্কায় খেলেন ১১৮ রানের চোখ ধাঁধানো ইনিংস। সঙ্গে ধনঞ্জয়ার ৪৪ আর আসালাঙ্কার ৭২ রানে তিনশর পুঁজি ছুঁয়েছে শ্রীলঙ্কা।
Advertisement
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন কেশভ মহারাজ আর কাগিসো রাবাদা।
এমএমআর/জিকেএস