করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজকে ১২টি অক্সিজেন কনসেনট্রেটর, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগকে ৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ১০টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ হাজার পিস ফেস মাস্ক এবং ঠাকুরগাঁওয়ের শফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন হাসপাতালকে ৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ৩০ হাজার পিস ফেস মাস্ক দিয়েছে বিজিএমইএ ।
Advertisement
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সম্প্রতি এসব চিকিৎসা সরঞ্জাম হাসপাতালগুলোর প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।
হস্তান্তর অনুষ্ঠানে বিজিএমইএয়ের সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি মিরান আলী, পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, পরিচালক তানভীর আহমেদ ও সাবেক পরিচালক আশিকুর রহমান তুহিন উপস্থিত ছিলেন।
ফারুক হাসান বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়ানো ও স্থিতিশীল রাখার জন্য দেশের জনগণকে গণটিকাদানের আওতায় আনা জরুরি। এছাড়া সবাইকে কোভিড-১৯ সংক্রমনণের ঝুঁকি কমানো ও বিস্তার রোধের জন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ, বিশেষ করে মাস্ক পরিধানের জন্য আহ্বান জানান তিনি।
Advertisement
ইএআর/এমএসএম/জিকেএস