দেশজুড়ে

কাপাসিয়ার টোক বাজারে অগ্নিকাণ্ড

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়নবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে মধ্যবাজারে আগুনের সূত্রপাত হয়। কাপাসিয়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, ওই বাজারের আব্দুল কাদিরের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন মুহূর্তের মধ্যে আশপাাশের টিনের দোকানসহ বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে যোগ দেন। দুপুর ১টার দিকে নরসিংদী জেলার মনোহরদী ফায়ার সার্ভিস ও পৌনে ২টার দিকে গাজীপুরের অপর একটি ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা এসে আগুন নেভানোর কাজে অংশগ্রহণ করেন। তারা স্থানীয়দের সহায়তায় সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ওই বাজারের ছোট বড় ৩০টির মতো দোকান পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. হাসিবুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রেণ চেষ্টা চলছে।                    আমিনুল ইসলাম/এসএস/এমএস

Advertisement