রাজনীতি

চট্টগ্রামে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ

বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র চট্টগ্রামে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে নগরীর চট্টগ্রাম কলেজে এ ঘটনা ঘটে। বর্তমানে ক্যাম্পাসের ভিতরে ছাত্রশিবির আর বাইরে ছাত্রলীগ কর্মীরা অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) কামরুল আমীন জানান, শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অরিতরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে।এদিকে ছাত্রলীগ কর্মীরা দাবি করছে, তাদের বিজয় র‌্যালিতে গুলি করে জামায়াতের অঙ্গ সংগঠন ছাত্রশিবির কর্মীরা। এতে দুই ছাত্রলীগকর্মী গুলিবিদ্ধ হয়েছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।সূত্রে জানা যায়, শিবির নিয়ন্ত্রিত চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা বেলা পৌনে ১২টার দিকে ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে ফুল দিতে যায়। ফুল দেয়া শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রলীগ নেতাকর্মীরা এবং  একটি বিজয় র‌্যালি বের করে। ছাত্রলীগের সেই র‌্যালিতে শিবিরের নেতাকর্মীরা হামলা চালায়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ খবর ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে পাল্টা হামলার চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তৃমুখী সংঘর্ষ বেধে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। জীবন মুছা/আরএস/এমএস

Advertisement