জামালপুরে গত ২৪ ঘণ্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারি বৃষ্টির কারণে পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
Advertisement
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। তবে বৃষ্টি কমলে পানিও কমতে শুরু করবে বলে জানান তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, পানি বাড়ার ফলে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী ও বকশীগঞ্জের অন্তত ২৫-২৭টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে পানিবন্দি হয়ে পড়েছে ২৫-৩০ হাজার মানুষ। কিছু কিছু পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর-বাড়ি ফেলে উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। পানিতে তলিয়ে গেছে ফসলের মাঠ, কাঁচা-পাকা সড়ক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। এছাড়া নদীভাঙনের ফলে বেশকিছু বসত-বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
সরিষাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সরিষাবাড়ী উপজেলায় ১ হাজার ৬৫০ হেক্টর রোপা আমন, ৫০ হেক্টর রোপা বীজতলা, ৪০ হেক্টর শাক-সবজির জমি পানিতে তলিয়ে গেছে। পানি সরে গেলে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে। তলিয়ে যাওয়া জমির শাক-সবজি সবই নষ্ট হয়ে গেছে।
Advertisement
এফআরএম/এএসএম