দেশজুড়ে

বজ্রপাতে প্রাণ গেলো দুই রোহিঙ্গার

কক্সবাজারের উখিয়ায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে বজ্রপাতে দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (২ সেপ্টেম্বর) দিনগত রাত ২টার দিকে উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৭’র এইচ/১০৪ সাব ব্লকে মোহাম্মদ সালামের ঘরে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন- ক্যাম্প-৮’র মো. হারেস ও ক্যাম্প-২’র ওয়েস্ট, ব্লক ডি/৪’র নাজমুল হাসান। তারা দুজন সম্পর্কে ভায়রা।

আহতরা হলেন- ক্যাম্প ১৭’র মো. হাকিমের ছেলে মো. সালাম (৩৫) ও তার দুই মেয়ে। তারা কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ক্যাম্প-১৭, ব্লক-এইচ ১০৪’র মাঝি জাফর বলেন, সালামের দুই মেয়ে তাদের স্বামীকে নিয়ে বাপের শেডে বেড়াতে আসে। রাতের বজ্রপাতে দুই মেয়ের জামাই মারা যায়।

Advertisement

আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১৪’র অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। সঙ্গে শুরু হয় বজ্রপাতও। এতে একই ঘরে দুজন মারা যান।

সায়ীদ আলমগীর/এমএইচআর/এমকেএইচ