দেশজুড়ে

রাজশাহী মেডিকেলে আরও ৭ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সংক্রমণে দুইজন এবং উপসর্গ নিয়ে পাঁচজন মারা যান।

Advertisement

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর একজন ও কুষ্টিয়ার একজন করোনা আক্রান্ত হয়ে মারা যান। আর উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর দুইজন, নাটোরের একজন, নওগাঁর একজন ও কুষ্টিয়ার একজন। করোনায় মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নতুন রোগী ভর্তির বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে ৭৩ জন ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন ৭২ জন।

Advertisement

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজের দুটি পিসিআর মেশিনে মোট ৩৩৪টি নমুনা পরীক্ষা করে ৫২ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১৫ দশমিক ১৮ শতাংশ।

ফয়সাল আহমেদ/ এফআরএম/এএসএম