খেলাধুলা

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের জয়

বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার তৃতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা শুরু হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় ম্যাচটি মাঠে গড়ায়।টেস্টের শেষ দিনের পথচলা মোটেই সুখকর হয়নি জিম্বাবুয়ের। পার্টটাইম বোলার শুভাগত হোমের শিকার হয়ে সাজঘরে ফেরেন হ্যামিলটন মাসাকাদজা। বিদায়ের আগে ৯১ বলে ৩৮ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি।মাসাকাদজার পর বিদায় নিলেন সিকান্দার রাজাও। শুভাগত হোমের বলে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ বেছে নেন রাজা। তার আগে ৭৫ বলে ৯ চার ও ২টি ছক্কায় ৬৫ রান করেন তিনি।শুভাগত হোমের পর উইকেটের দেখা পেলেন জুবায়ের হোসেন লিখনও। জিম্বাবুয়ের ১৬৫ রানের মাথায় অধিনায়ক ব্রেন্ডন টেলরকে সাজঘরে ফেরত পাঠান তিনি। এবার এলটন চিগুম্বুরাকেও ফেরালেন জুবায়ের। ইমরুল কায়েসের হাতে তালুবন্দী হওয়ার আগে ৫ রান করেন চিগুম্বুরা।অবশেষে উইকেটের দেখা পেলেন মাহমুদউল্লাহ রিয়াদও। ব্যক্তিগত ১৬ রানের মাথায় মাহমুদউল্লাহর বলে এলবিডল্ডিউর শিকার হন ক্রিগ আরভিন। এবার রিচমন্ড মুতমবামিকে এলবিডব্লিউর ফাদে ফেলেন এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান করেছে জিম্বাবুয়ে। জয়ের জন্য প্রয়োজন ২১০ রান। ব্যাট করছেন রেজিস চাকাভা (৭০) ও টিনাশে পানিয়াঙ্গারা (০) 

Advertisement