জাতীয়

অতিরিক্ত দায়িত্বে পাবেন কার্যভার ভাতা

প্রথমবারের মতো টিফিন ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। চাকরি (বেতন ও ভাতা) আদেশ-২০১৫ এ তে এই ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত দায়িত্বে কার্যভার ভাতাও চালু করা হয়েছে।এতে বলা হয়, ১১ থেকে ২ গ্রেডের সরকারি কর্মচারীরা মাসে টিফিন ভাতা পাবেন। যার পরিমাণ ২শ’ টাকা। তবে যারা অফিস থেকে টিফিন পেয়ে থাকেন, তারা এই ভাতা পাবেন না।অন্যদিকে, অতিরিক্ত দায়িত্ব পালনকালের জন্য কার্যভার ভাতা চালু করা হয়েছে। সরকারি চাকরিজীবীরা অতিরিক্ত দায়িত্বভার পালনের জন্য মূল বেতনের ১০ শতাংশ হারে কার্যভার ভাতা পাবেন। তবে তা দেড় হাজার টাকার বেশি হবে না। এসএ/এআরএস/এমএস

Advertisement