পঞ্চগড়ের বিলুপ্ত ৩৬ ছিটমহলের বাসিন্দারা প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে মহান বিজয় দিবস পালন করেছেন। স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার সকালে বোদা উপজেলা ৫৯ নং পুঠিমারি বিলুপ্ত ছিটমহলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সেখানকার বাসিন্দারা। স্বাধীনতার ৪৪ বছর পর তারা সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে লাল সবুজের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদযাপন করে। পরে তারা বিজয় মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। বিজয় দিবসের এই কর্মসূচিতে বিলুপ্ত পুঠিমারি ছিটমহলের শিশু ও নারী, পুরুষসহ বিভিন্ন বয়সীর মানুষ অংশ নেয়। জেলার অন্য বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা একই কর্মসূচি পালন করেছেন।এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার দুপুর আড়াইটায় হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত গাইবেন পঞ্চগড়ের বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা। তাদের এই আয়োজনে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমসহ দেশবরণ্য সঙ্গীত শিল্পী রেজুয়ানা চৌধুরী বন্যা। সদর উপজেলার বিলুপ্ত গারাতি ছিটমহলের একটি কলেজ মাঠে গ্রামীণফোন ও চ্যানেল আই এর সহযোগিতায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজনে দিনভর ২০০ সঙ্গীত শিল্পী গান পরিবেশন করবেন বলে জানা গেছে।সফিকুল আলম/এসএস/এমএস
Advertisement