দেশজুড়ে

মেয়রের বিরুদ্ধে নারী কাউন্সিলরের যৌন হয়রানির মামলা

সুনামগঞ্জের ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন সংরক্ষিত ওয়ার্ডের এক মহিলা কাউন্সিলর।

Advertisement

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে মামলাটি করেন তিনি।

পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।

মামলার এজাহারে ওই নারী কাউন্সিলর বলেন, পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব ও নানাভাবে হয়রানি করে আসছেন। গত ২২ আগস্ট (রোববার) দুপুরে পৌরসভার একটি সভা শেষে সবাইকে বিদায় করে যৌন হয়রানির চেষ্টা ও শ্লীলতাহানি করেন মেয়র।

Advertisement

এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নান্টু রায় জাগো নিউজকে বলেন, এক নারী কাউন্সিলর পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন।

লিপসন আহমেদ/আরএইচ/এমএস