গরম লাগলে কী করবেন?একবার প্রচণ্ড গরমের সময় শফিকের সঙ্গে এক ভদ্রলোকের কথা হচ্ছে— ভদ্রলোক: আচ্ছা জনাব, আপনার যখন গরম লাগে, আপনি তখন কী করেন? শফিক: কেন, এসির পাশে গিয়ে বসে থাকি! ভদ্রলোক: এসির পাশে বসেও যদি আপনার গরম লাগে? শফিক: হুম, তখন এসিটা চালিয়ে দেই।
Advertisement
****
ইংরেজি সিনেমা দেখা নিষেধএকবার কলেজের অডিটরিয়ামে মাদার তেরেসা এসেছিলেন। অনুষ্ঠানটি দেখা নিয়ে হীরা আর ভোলার সঙ্গে কথা হচ্ছে— হীরা: জানিস, আজ সন্ধ্যায় মাদার তেরেসা আসবেন আমাদের অডিটরিয়ামে। চল না, একসঙ্গে দেখে আসি। ভোলা: না রে! তুই একাই যা। বাবা আমাকে ইংরেজি সিনেমা দেখতে নিষেধ করেছেন তো!
****
Advertisement
আয়নায় নিজের চেহারা দেখাএকদিন বাদশা তার সহযোগীকে বললেনবাদশা: কাল থেকে আমি আর আয়নায় নিজের চেহারা দেখব না। আমার চেহারা যে এত বিচ্ছিরি, তা এতদিনে জানলাম। সহযোগী: হুজুর, মাফ করবেন, আয়নায় নিজেকে দেখে বলছেন আপনি দেখতে বিচ্ছিরি। কিন্তু এই এতদিন সবাই আয়না ছাড়াই আপনাকে দেখতে বাধ্য হয়েছে।
এসইউ/এমকেএইচ