বগুড়ায় তিনটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন।
Advertisement
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ২৮৩টি নমুনা পরীক্ষা করে ২৪ জন করোনা পজিটিভ শনাক্ত হন। তাদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে ১২ জন এবং অ্যান্টিজেন পরীক্ষায় সাতজন করোনা পজিটিভ শনাক্ত হন। এছাড়া টিএমএসএস ল্যাবে নমুনা পরীক্ষা করে পাঁচজন করোনা শনাক্ত হন।
এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৭৪ জন। মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ১৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ২১১ জন।
Advertisement
এফআরএম/এমকেএইচ