দিনাজপুরে ৭২ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার করেছে ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন।
Advertisement
মঙ্গলবার (৩১ আগস্ট) রাত ১০টায় ধর্মঘট প্রত্যাহার করে শ্রমিক ইউনিয়নের নেতারা। এর আগে দুপুর ১২ টায় দিনাজপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি আদায়ে বুধবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে ৭২ ঘণ্টার কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।
দিনাজপুর জেলা ট্রাক-ট্যাংকলরি-কাভার্ডভ্যান-ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফ হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে তাদের সঙ্গে বৈঠকে বসেন জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন। সেখানে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত নিজেদের চার দফা দাবি নিয়ে আলোচনা করেন তারা। দাবি পূরণের আশ্বাস পাওয়ায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার সকাল থেকে জেলায় স্বাভাবিক নিয়মে যানবাহন চলাচল করছে।
দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisement
এমদাদুল হক মিলন/এফআরএম/জেআইএম