খেলাধুলা

গ্রিজম্যানকে অ্যাটলেটিকোতে ফিরিয়ে দিলো বার্সেলোনা

যেনো প্রতিদ্বন্দ্বীদের শক্তি বাড়ানোর মিশনে নেমেছে বার্সেলোনা। গত মৌসুমে নিজেদের স্ট্রাইকার লুইস সুয়ারেজকে তারা বিক্রি করে দিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাটলেটিকোকে লিগ শিরোপা জিতিয়েছিলেন উরুগুইয়ান স্ট্রাইকার। যা হয়তো দেখেও না দেখার ভান করে রয়েছে বার্সেলোনা।

Advertisement

কেননা এবারের মৌসুমে নিজেদের আরেক স্ট্রাইকার অ্যান্তনিও গ্রিজম্যানকেও অ্যাটলেটিকোতে পাঠিয়ে দিলো কাতালান ক্লাবটি। তাও কি না অ্যাটলেটিকো থেকে চড়া মূল্যে কেনার পর সেই অ্যাটলেটিকোতেই লোনে পাঠালো তারা। এতে করে আরও বাড়লো অ্যাটলেটিকোর শক্তি।

চলতি দলবদলের মৌসুমের শেষ দিন গ্রিজম্যানকে এক বছরের জন্য লোনে অ্যাটলেটিকোতে পাঠিয়েছে বার্সেলোনা। এই এক মৌসুম শেষে বাধ্যতামূলকভাবেই গ্রিজম্যানকে কিনে নিতে হবে অ্যাটলেটিকোর। এই মৌসুমে ফরাসি তারকার পারিশ্রমিকও দেবে মাদ্রিদভিত্তিক ক্লাবটি।

২০১৯ সালে বার্সেলোনায় যোগ দেয়ার আগে অ্যাটলেটিকোর হয়ে ২৫৭ ম্যাচে ১৩৩ গোল করেছিলেন গ্রিজম্যান। সে তুলনায় বিবর্ণ ছিলেন বার্সায়। যেখানে ১০২ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ৩৫টি, জিতেছেন শুধুমাত্র কোপা দেল রে। চলতি মৌসুমে বার্সেলোনার অর্থনৈতিক দুর্দশার কারণে ক্লাব ছাড়তে বাধ্য হওয়া ১১তম খেলোয়াড় গ্রিজম্যান।

Advertisement

এছাড়াও দলবদলের শেষ দিনে ব্রাজিলিয়ান রাইট ব্যাক রয়্যাল এমারসনকে ২৫.৮ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে টটেনহ্যাম হটস্পার এবং ইলাইশ মরিবাকে ১৩.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আর বি লাইপিজিগের কাছে বিক্রি করে দিয়েছে বার্সেলোনা।

এসএএস/এমকেএইচ