মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
Advertisement
০১ সেপ্টেম্বর ২০২১, বুধবার। ১৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ
ঘটনা১১৭৪- ইতালির পিসা শহরে বিখ্যাত পিসার হেলান টাওয়ার নির্মাণ কাজ শুরু হয়।১৯০৫- ব্রিটিশরাজ বঙ্গভঙ্গের নির্দেশ জারি করে।১৯২৩- জাপানের টোকিও ও ইয়াকোহামায় ভয়াবহ ভূমিকম্পে ২ লাখ লোক নিহত হয়।১৯৩৯- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি পোল্যান্ড আক্রমণের মাধ্যমে যুদ্ধের সূচনা করে।১৯৬৯- বাদশাহ ইদ্রিসকে ক্ষমতাচ্যুত করে মুয়াম্মর গাদ্দাফি ক্ষমতায় আসেন।১৯৭৮- বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’ প্রতিষ্ঠার ঘোষণা দেন।১৯৯১- উজবেকিস্তান সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে।
জন্ম১৮৭৭- নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ ফ্র্যান্সিস অ্যাস্টন।১৮৮৪- হেনরি ফোরেল, সুইজারল্যান্ডীয় এন্টোমলজিস্ট।১৮৯৬- অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, গৌড়ীয় বৈষ্ণব ধর্মগুরু ও আচার্য।১৮৯৭- পরিমল গোস্বামী, বাঙালি সাহিত্যিক।১৯০৮- আমির ইলাহি, পাকিস্তানি ক্রিকেটার। ১৯১১- দেবেশ দাশ, বাঙালি কথাসাহিত্যিক।১৯১৪- মৈত্রেয়ী দেবী, সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত বাঙালি কবি, লেখক ও ঔপন্যাসিক।১৯১৮- মুহাম্মদ আতাউল গণি ওসমানী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর সর্বাধিনায়ক।১৯৩৫- মুস্তাফা মনোয়ার, বাংলাদেশি চিত্রশিল্পী।১৯৬২- কফিল আহমেদ, বাংলাদেশি কবি, গায়ক এবং চিত্রশিল্পী।১৯৬৫- নচিকেতা চক্রবর্তী, ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক।
Advertisement
মৃত্যু১৬৪৪- ফ্রান্সের রাজা চতুর্দশ লুইস।১৬৮৭- হেনরি মুর, ইংরেজ দার্শনিক।১৭১৫- চতুর্দশ লুই, ফ্রান্সের রাজা।১৯৩০- জীবন ঘোষাল, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।১৯৭০- নোবেলজয়ী ফরাসি সাহিত্যিক ফ্রাঁসোয়া মরিয়াক।২০০৪- মুফতি আহমেদ কুফতার, সিরিয়ার গ্র্যান্ড।
দিবসরাশিয়ার জ্ঞান দিবস।লিবিয়ার বিদ্রোহ দিবস।সিঙ্গাপুরের শিক্ষক দিবস।উজবেকিস্তানের স্বাধীনতা দিবস।স্লোভাকিয়ার সংবিধান দিবস।
এসইউ/জেআইএম
Advertisement