ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ইউএনও’র নির্দেশে ব্যবসায়ী ও ক্রেতাদের ওপর আনসার সদস্যদের লাঠিচার্জের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
Advertisement
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে কেশরগঞ্জ বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় দুই শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা ইউএনও’র লাঠিচার্জের ঘটনা তদন্ত করে আগামী ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। অন্যথায় উপজেলা পরিষদ ঘেরাও ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন।
কেশরগঞ্জ বাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল খালেক বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে ইউএনওর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার না হলে উপজেলা পরিষদ ঘেরাও কর্মসূচি দেয়া হবে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে।’
Advertisement
জানতে চাইলে ইউএনও আশরাফুল সিদ্দিক বলেন, ‘ওই সময় কোনো লাঠিচার্জের ঘটনা ঘটেনি। আমরা প্রতিনিয়ত যানজট নিরসনে কাজ করছি। সেটাই করা হয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন করার মতো কোনো ঘটনা ঘটেনি।’
সোমবার (৩০ আগস্ট) গুচ্ছগ্রাম প্রকল্প পরিদর্শনে যাওয়ার সময় কেশরগঞ্জ বাজারের রাস্তায় যানজটে আটকা পড়েন ইউএনও আশরাফুল সিদ্দিক। এসময় ইউএনওর নির্দেশে গাড়ি থেকে নেমে যানজট নিরসনে লাঠিচার্জ করেন আনসরার সদস্যরা।
ওই সময় আনসার সদস্যরা বাজারের বেশকিছু দোকানি ও পথচারীকে লাঠিচার্জ করেন বলে অভিযোগ উঠেছে।
মঞ্জুরুল ইসলাম/এএএইচ
Advertisement