ক্যাম্পাস

স্মৃতিসৌধে ঢাবি ও জাবি’র শ্রদ্ধা

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুধবার সকাল পৌনে সাতটার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপচার্যসহ বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য, কোষাধ্যাক্ষ, প্রক্টর, কোষাধ্যক্ষ স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।সকাল আটটার দিকে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকিসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাব, বেগম খালেদা জিয়া হল, নওয়ার ফয়জুন্নেসা হল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কারিগরী কর্মচারী সমিতি, রক্তদাতাদের সংগঠন বাধন, প্রজন্ম দল, বাংলাদেশ হিন্দু-বোদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ, সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা, রেডিও টুডে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়।এআরএস/এমএস

Advertisement