আন্তর্জাতিক

ইরাকে মার্কিন বাহিনীর গাড়িবহরে ফের হামলা

ইরাকে মার্কিন সামরিক বাহিনীর রসদ বহনকারী আরও একটি গাড়িবহরে হামলা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সাবেরিন নিউজের বরাতে ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, আদদিওয়ানিয়া প্রদেশে মার্কিন বাহিনীর ওই গাড়িবহর হামলার শিকার হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।

Advertisement

এর আগে, গত শনিবার (২৮ আগস্ট) ইরাক-কুয়েত সীমান্তে মার্কিন বাহিনীর রসদ বহনকারী গাড়িবহরে রকেট হামলা চালানো হয়। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

সীমান্তপথে কুয়েত থেকে ইরাকে অস্ত্র নেওয়া শুরু করেছে মার্কিন বাহিনী। সম্প্রতি দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও সামরিক বহরে হামলার ঘটনা বেড়ে গেছে।

ইরাকের জনগণ ও রাজনৈতিক দলগুলো সেদেশে মার্কিন সেনা উপস্থিতির বিরোধিতা করছে। তারাও আফগানিস্তানের মতো দ্রুত নিজেদের দেশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার চায়। কিছু দিন আগে ইরাকের সংসদে মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে একটি বিলও অনুমোদন হয়েছে।

Advertisement

কেএএ/জিকেএস