জাতীয়

৯ সেপ্টেম্বরের মধ্যে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ শেষ করতে হবে

আগামী ৯ সেপ্টেম্বরের মধ্যে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম ডোজ প্রদান শেষ করার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষমাণ নাগরিকদের দ্রুত টিকা প্রদানের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর (এমএনসি অ্যান্ড এএইচ) ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ইতোমধ্যে প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের কার্ড প্রদর্শনপূর্বক প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো কেন্দ্র থেকেই দ্বিতীয় ডোজ প্রদান করতে হবে এবং কিউআর কোড স্ক্যান করে তথ্য হালনাগাদ করতে হবে।

এইচআই, এএইচআই, স্বাস্থ্য সহকারী এবং পরিবার কল্যাণ সহকারীরা কোনো বাড়ি পরিদর্শনের সময় দ্বিতীয় দল থেকে বাদ পড়া ব্যক্তিদের টিকা প্রদানের কথা জানাবেন এবং দ্রুত টিকা প্রদানে উৎসাহিত করবেন।

Advertisement

সরবরাহকৃত টিকা থেকে দ্বিতীয় ডোজের পাশাপাশি প্রথম ডোজ প্রদান করতে হবে এবং ৯ সেপ্টেম্বরের মধ্যে প্রথম ডোজের টিকা প্রদান শেষ করতে হবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এমইউ/ইএ/এমকেএইচ