জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাষ্ট্রীয় সন্মান জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ভোর ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে শহীদদের শ্রদ্ধা জানান। সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানানোর পর সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে উঠে করুন সুর। শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ নিবেদনের পর এক মিনিট নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সন্মান জানানোর পর আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শহীদ বেদিতে আরো একবার শ্রদ্ধার্ঘ নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর পর্যায়ক্রমে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এসকে সিনহা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, অন্যান্য বিচারপতি ও কুটনৈতিক ব্যক্তিরা শ্রদ্ধা জানান।ভোর ৬টা ৪৭ মিনিটে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। এরপর থেকে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মাননা জানানোর পর বঙ্গবন্ধু পরিষদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, গণস্বাস্থ্য কেন্দ্র শ্রদ্ধা জানিয়েছে।এআরএস/এমএস
Advertisement