জাতীয়

বিজয় দিবসে সশস্ত্র বাহিনী বিভাগের যতো আয়োজন

মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে।ঢাকায় প্রত্যুষে ৩১ বার তোপধ্বনিস্থান : জাতীয় প্যারেড স্কয়ার, পুরাতন বিমানবিন্দর (রানওয়ের দক্ষিণ প্রান্ত), ঢাকা।সময় : সকাল ৬টা ৩০ মিনিট থেকে ৬টা ৩৫ মিনিট।বিজয় দিবস কুচকাওয়াজ (উপস্থিত থাকবেন মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী)স্থান : জাতীয় প্যারেড স্কয়ার, ঢাকাসময় : সকাল ১০টাসেনাবাহিনীর বাদক দল কর্তৃক বাদ্য পরিবেশনস্থান : সংসদ ভবনের দক্ষিণ প্ল­াজা এলাকা, ঢাকাসময় : বেলা ২টা থেকে বিকেল ৪টা।নৌ বাহিনীর বাদক দল কর্তৃক বাদ্য পরিবেশনস্থান : সদরঘাট এলাকা, ঢাকাসময় : বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।বিমান বাহিনীর বাদক দল কর্তৃক বাদ্য পরিবেশনস্থান : মিরপুর ২ নং জাতীয় স্টেডিয়াম এলাকা, ঢাকাসময় : বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।সেনা, নৌ, বিমান বাহিনী ও অন্যান্য সংস্থার সম্মিলিত বাদক দলের বাদ্য পরিবেশনস্থান : সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকাসময় : বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।নৌবাহিনীর জাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্তস্থান : ঢাকা সদর ঘাট, নৌ ইউনিট পাগলা নেভাল জেটি, নারায়ণগঞ্জ; নেভাল জেটি, নিউমুরিং, চট্টগ্রাম; বিআইডব্লিউটিএ রকেট ঘাট, খুলনা; নেভাল বার্থ, দিগরাজ, মংলা, বাগেরহাট ও বিআইডব্লিউটিএ জেটি, রকেট ঘাট, বরিশাল।সময় : বেলা ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত।এসএ/বিএ

Advertisement