করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো এক হাজার ২২৭ জনে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০৬ জন। ফলে জেলায় মোট শনাক্তের সংখ্যা ৯৯ হাজার ৩৪১ জন। এর আগের ২৪ ঘণ্টায় জেলায় ১০ জন মারা যান এবং ১৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।
Advertisement
মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৮৩ জনের নমুনা পরীক্ষায় ২০৬ জনের দেহে করোনারভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ১২১ এবং উপজেলার ৮৫ জন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৮৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ২৬ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে পাঁচজন ও শেভরন হাসপাতাল ল্যাবে ১৪ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
Advertisement
একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নয়জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে পাঁচজন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
মিজানুর রহমান/ইউএইচ/জেএইচ/জেআইএম