রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। দীর্ঘ ৬৮ দিন পর এটিই সর্বোচ্চ মৃত্যু। এদিকে একই সময়ে বিভাগে ৮৮৩টি নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৬৬ শতাংশ।
Advertisement
সোমবার (৩০ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পরিসংখ্যানবিদ আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২৩ জুন করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্তের মধ্যে রংপুর জেলার ২৪ জন, দিনাজপুরের ২২ জন, কুড়িগ্রামের ১৫ জন, নীলফামারীর চারজন, ঠাকুরগাঁওয়ের ১৭ জন, গাইবান্ধার চারজন, পঞ্চগড়ের ১২ জন ও লালমনিরহাটের পাঁচজন।
Advertisement
এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৫৩ হাজার ১৭ জনে। এর মধ্যে মারা গেছেন ১ হাজার ১৮৮ জন।
জীতু কবির/এসজে/এএসএম