জাতীয়

সপ্তাহে করোনার সব সূচকই নিম্নমুখী

এক সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত, মৃত্যু ও সুস্থতা সব সূচকই নিম্নমুখী। গত সপ্তাহের তুলনায় নমুনা পরীক্ষা ২১ হাজার ১২০টি, শনাক্ত রোগী ১১ হাজার ৫৫৭ জন, সুস্থ রোগী ১৯ হাজার ৩৫৩ জন ও মৃত্যু ৩৭৪ জন কমেছে।

Advertisement

শতাংশের হিসাবে নমুনা পরীক্ষা ৮ দশমিক ৭৬ শতাংশ, শনাক্ত রোগী ২৬ দশমিক ৮২ শতাংশ, সুস্থতার হার ২৭ দশমিক ১৯ শতাংশ ও মৃত্যু ৩৩ দশমিক ৭৯ শতাংশ কমেছে।

চলতি বছরের ৩৩তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (১৬ আগস্ট থেকে ২২ আগস্ট) তুলনায় ৩৪তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহের (২৩ আগস্ট থেকে ২৯ আগস্ট) পরিসংখ্যান বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৩৩তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে দুই লাখ ৪০ হাজার ৯৯৬টি নমুনা পরীক্ষা, ৪৩ হাজার ৯৬ জন শনাক্ত, ৭১ হাজার ১৭৬ জন সুস্থ ও এক হাজার ১০৭ জনের মৃত্যু হয়।

Advertisement

এক সপ্তাহের ব্যবধানে ৩৪তম এপিডেমিওলজিক্যাল সপ্তাহে দুই লাখ ১৯ হাজার ৮৭৬টি নমুনা পরীক্ষা, ৩১ হাজার ৫৩৯ জন শনাক্ত, ৫১ হাজার ৮২৩ জন সুস্থ ও ৭৩৩ জনের মৃত্যু হয়।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রাণঘাতী এ ভাইরাসে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ১০৯ জনে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৭২৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।

এছাড়াও ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ছয় হাজার ১৮৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জনে।

এমইউ/এআরএ/এমএস

Advertisement