জাতীয়

শনাক্তের হার ১২.০৭ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার কমেছে। গতকাল রোববার শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৪ শতাংশ। আজ সোমবার শনাক্তের হার ১২ শতাংশের সামান্য বেশি।

Advertisement

গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৭৮৮টি ল্যাবরেটরিতে ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক শূন্য ৭ শতাংশ।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৯৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬ হাজার ১০৯ জনে। ২৪ ঘণ্টায় মৃত ৯৪ জনের মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী ৪৯ জন।

Advertisement

একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও তিন হাজার ৭২৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।

২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ছয় হাজার ১৮৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ২১ হাজার ৮৮৩ জন।

২৪ ঘণ্টায় মৃত ৯৪ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব চারজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব ১৩ জন, পঞ্চাশোর্ধ্ব ১৯ জন, ষাটোর্ধ্ব ২৯ জন, সত্তরোর্ধ্ব ১৭ জন, আশি-ঊর্ধ্ব সাতজন ও নব্বই বছরের বেশি বয়সী দুইজন মারা যান।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৪৩ জন, চট্টগ্রামে ২৭ জন, রাজশাহীতে ছয়জন, খুলনায় পাঁচজন, বরিশালে একজন, সিলেটে সাতজন, রংপুরে একজন ও ময়মনসিংহ বিভাগে চারজন রয়েছেন।

Advertisement

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিএ/এএসএম