দেশজুড়ে

চাঁদপুরে নিষিদ্ধ কারেন্ট জালসহ আটক ৩ জেলে

চাঁদপুরে এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জালসহ তিন জেলেকে আটক করেছে কোস্টগার্ড। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে জেলা টাস্কফোর্সের উদ্যোগে মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Advertisement

সোমবার (৩০ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর মোহনা থেকে চাঁদপুরের আওতাধীন নৌ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেনের ভ্রাম্যমাণ আদালত আটক তিন জেলেকে ৫০০ টাকা করে জরিমানা করেন। এছাড়া জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদি হাসান বলেন, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এছাড়া সবসময়ই অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন-কোস্টগার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লে. আবু সাদিক, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন, নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাহিদুর ইসলামসহ আরও অনেকে। 

Advertisement

নজরুল ইসলাম আতিক/ এফআরএম/এএসএম