কোয়ারেন্টাইনে রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। সম্প্রতি এক করোনা রোগীর সংস্পর্শে আসার কারণে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তাকে কতদিন কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তা এখনও পরিষ্কার নয়। তার করোনাভাইরাসের পরীক্ষার ফলাফলের বিষয়েও কিছু জানানো হয়নি।
Advertisement
এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসমাইল সাবরি আগামী কয়েকদিন সেলফ আইসোলেশনে থাকবেন। আগামী মঙ্গলবার (৩১ আগস্ট) মালয়েশিয়ার স্বাধীনতা দিবস। ইসমাইল সাবরি কোয়ারেন্টাইনে থাকার কারণে তিনি স্বাধীনতা দিবসের আয়োজনে ভাচ্যুয়ালি অংশ নেবেন। সোমবার মালয়েশিয়ার নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি অংশ নিতে পারেননি।
চলতি মাসের শুরুতে মালয়েশিয়ার ৯ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন ইসমাইল সাবরি। দেশটির উপ-প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রী হন তিনি। এর আগে মুহিউদ্দীন সরকারের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গত ২১ আগস্ট রাজ প্রাসাদে শপথবাক্য পাঠের মাধ্যমে ইসমাইল সাবরি দায়িত্ব গ্রহণ করেন। শপথ শেষে ইসমাইল সাবরি তার নিয়োগপত্রে স্বাক্ষর করেন। যা পরবর্তীতে প্রধান বিচারপতি সত্যায়িত করেন। ৬১ বছরের ইসমাইল সাবরি মালয়েশিয়ার ঐতিহ্যবাহী পোশাকে স্ত্রী মুহাইনি জায়নিল আবিদিনকে সঙ্গে নিয়ে রাজ প্রাসাদে শপথ অনুষ্ঠানে যোগ দেন।
Advertisement
প্রধানমন্ত্রীর পদ থেকে মুহিউদ্দীন ইয়াসিন সরে দাঁড়ানোর পর নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু করেন দেশটির রাজা। সেখানে সব সংসদ সদস্যদের লিখিত মতামত নিয়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে গত ২০ আগস্ট ইসমাইল সাবরিকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দেন রাজা সুলতান আব্দুল্লাহ।
সোমবার ৩১ জন মন্ত্রী এবং ৩৮ জন উপ-মন্ত্রী শপথ গ্রহণ করেছেন। ইসমাইল সাবরি এখনও উপ-প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেননি। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি প্রাপ্ত বয়স্ক লোকজনের একটি বড় অংশকে ইতোমধ্যেই ভ্যাকসিনের আওতায় এনেছে। ইতোমধ্যেই দেশটির ৬২ শতাংশ প্রাপ্ত বয়স্ককে ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়েছে।
টিটিএন/এমএস
Advertisement