দেশজুড়ে

অবতারদের আগমনে অত্যাচারীদের পতন হয়: খাদ্যমন্ত্রী

যুগে যুগে অত্যাচারীদের অত্যাচার বৃদ্ধি পায় আবার অবতারদের আগমনে সে অত্যাচারীদের পতনও হয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

Advertisement

সোমবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় নওগাঁর নিয়মাতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি তিনি এ মন্তব্য করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ এ সভার আয়োজন করে।

খাদ্যমন্ত্রী বলেন, যখন কংশরাজের অন্যায় অত্যাচার বৃদ্ধি পেয়েছিল, ঠিক সে সময় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অত্যাচারীদের বিনাশ করেছিল। কংশরাজ জানতেন তার নিকটাত্মীয় বা ভগ্নিরগর্ভে যে ছেলে সন্তান জন্ম নেবে সে তাকে ধ্বংস করবে। তাই দেবকি ও তার স্বামীকে কংশরাজ মথুরার কারাগারে বন্দি করে রেখেছিলেন। তাদের বন্দি করে রাখার কারণে দেবকির সাতটি সন্তানকে কংশরাজ জন্মের পরই হত্যা করে। অষ্টম গর্ভের সন্তান এই ভগবান শ্রী কৃষ্ণ। সে ধ্বংস করেছিল কংশরাজকে। প্রতিষ্ঠা করেছিল শান্তি।

নিয়ামতপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ও ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী প্রমুখ।

Advertisement

আব্বাস আলী/এসজে/এএসএম